পুবের আকাশে উদাসী মেঘ
হাওয়ায় ভেসে চলে
ক্লান্ত শ্রাবণ বিদায় লগনে
উচ্ছ্বাসে কথা বলে।


দরিয়ার মেঘ তবুও গর্জায়
ফেরার নেই তো ইচ্ছা
সবাই জানে তুমি বেদুইন
তোমার অনেক কেচ্ছা।


মাছের নেশায় দরিয়ার বুকে
মাঝিরা ভাসায় ভেলা
ঘোর শ্রাবণে বিপদ আছে
দেখায় নানান খেলা।


হাওয়ার বুকে ফিসফিস সুরে
কে যেন কথা কয়
মাঝিরা জানে উদাসী মেঘেই
আছে দুঃসহ ভয়।


দরিয়ার জলে জীবন বাজি
কষ্টেও হাসি মুখ
পরিবার আছে নদীর কিনারে
ওদের সুখেই সুখ।


   *****


রচনাকাল – ১৪/০৮/২০২০