সেই কবে চোখের তারায় অমাবস্যার ঘোর আঁধার
আজও কাটেনি সেই নিকষ কালো অন্ধকার –
বুকের গোপন অঙ্গে উল্কিতে আঁকা গোলাপ!


শরীর শুকায় মন শুকায় -
গন্ধহীন গোলাপ আজও পথ চেয়ে...
শত চেষ্টা করেও অমলিন উল্কি!


দুষ্টু যৌবনের হাতছানিতে আঁকা উল্কি গোলাপ
কেমন যেন মিটিমিটি হাসে –
প্রেমিকের দল ভোগ করে উল্কি গোলাপের সুগন্ধ।


বাহুডোরে ধরা দেয় দামাল পৌরুষ -
জীবন্ত আগ্নেয়গিরির লাভায় দস্যিপনা কমে না
সময় কেড়ে নিয়েছে শরীরের গোপন সুরভী।


রঙিন খামে আসে না আর প্রেমিকের চিঠি
মরা নদীতে সাঁতার দিতে আসে না কেউই
নীরব অভিমানে ঘোলা চোখ কান্নায় ভরে ওঠে!


         ********