সাপ ব্যাঙ শকুন চিল
সব হয়েছে এক
মানুষের সাথে মানুষের কেন
এতো বিশাল ফাঁক!


জীব জন্তুর হচ্ছে মিল
মানুষ কেন বোকা
ঠকাতে গিয়ে নিজেই ঠকছে
খাচ্ছে নিজেরাই ধোঁকা।


কাছার কাপড় গেছে খুলে
পাইনি মানুষ টের
উলঙ্গ হয়ে নাচছে মানুষ
দেখেছি ঢের ঢের!


জীব জন্তু হাসছে দেখো
মানুষের নেই লাজ
হাসি ভুলে কোন্দল করে
নেই যে কোন কাজ।


মানব জাতি বড্ড বোকা
সব্বাই ভাবছে চতুর
লোভ লালসায় অন্ধ জীবন
মানুষই হচ্ছে ফতুর।


   ****


রচনাকাল – ২২/০৯/২০২১