পথের ধুলোয় শিশুটি ঘুমায়
সভ্য সমাজ কোথায়
উলঙ্গ জীবন ফ্যাকাসে রোদ্দুর
কে রাখবে তাকে মাথায়!


ছলনা নেই বিষাদ জীবনে
ভালোবাসা মরা নদী
ধুলোয় লিখেছে উলঙ্গ কাব্য
নেই তো সুখের গদি।


শিশুটির হাসি কান্না ভুলিয়ে
মানুষকে দেয় শিক্ষা
ধুলোতে লুকিয়ে পৃথিবীর সুখ
চেও না কখনও ভিক্ষা।


একমুঠো মাটি শরীরে মেখে
উলঙ্গ শিশু হাসে
মানুষ যতই করুক অনাদর
তার কিবা যায় আসে!


গোধূলি আলোতে আঁধার ঘনায়
এভাবেই বাঁচে ওরা
সভ্যতা কেন মুখ ফিরিয়ে
দুনিয়াটা পাষাণে ভরা।


        *****


রচনাকাল  - ১৪|১০|২০২২