উল্টো স্রোতে সাঁতার কাটা ভীষণ কঠিন
তবু আমার জন্যে ঐ স্রোতই সম্বল
সাঁতার কাটতেই হবে উল্টোদিকে।


বৈশাখ উত্তাপ বাড়াচ্ছে তার নিজস্ব নিয়মে
গনগনে তাপে ঝলসে যাচ্ছে চোখ মুখ –
পিঠ বেয়ে নামছে পরিশ্রমের ঘাম।


ঘাম নয়, শরীর থেকে রক্ত জল হয়ে বের হয়ে যায়
শ্বাস প্রশ্বাসে গরম হাওয়ার উত্তাপ –
স্রোতের উল্টো দিকে যেতেই ভেঙে যাচ্ছে শরীরী পাড়।


ঝড়ের কবলে পড়লে মানুষের যেমন পরিনতি হয় তেমনি
সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে চোখের সামনে
কিচ্ছু করার থাকবে না, শুধুই চেয়ে চেয়ে দেখতে হবে।


উল্টো স্রোতে ভেসে কতক্ষণ থাকা যায়  
ভেসে যাচ্ছে স্বপ্ন সুখ ভালোবাসা ...
কী কষ্ট! নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে
তবুও উল্টো স্রোতে বেঁচে থাকতে হবে আজীবন।


               *********


রচনাকাল  - ১১|০৫|২০২২