উপহার মোরা চাইনা কিছুই
   চাই দুমুঠো ভাত
     খিদের জ্বালায় ঘুম আসেনা
        কাটেনা যেন রাত!


পুজোর কদিন আমরা যেন
   হাসিতে খুশিতে থাকি
     সারাটা বছর কষ্টে আছি
        দুঃখ থাকনা বাকী!


আলোয় ভাসে গ্রাম ও শহর
   আমাদের আঁধার ঘর
      ভুলেই গেছি হাসতে মোরা
         বিধাতা দেয়নি বর!


খুশির জীবন আলোকিত হোক
   এই উপহার চাই
      সারা বছর দুমুঠো ভাত
         আমরা যেন পাই!


নতুন জামা নতুন জুতো
   তোমাদের দেখেই খুশি
      ছিন্ন পোষাকে নেই দুঃখ
         গালভরে তবু হাসি!


আঁধারে প্রদীপ নিভেই গেছে
   শিশুরা পায় ভয়
     আলোর ঠিকানা বিধাতা দিলেই
         আমরা করবো জয়!


         ****