চোখের ভাষায় উৎসব নেই
   বস্তি ডুবছে জলে
      ড্যাবড্যাবে চোখে অবাক তাকায়
         দেশ গেল রসাতলে!


মৃত উৎসব ঘুমিয়ে পড়েছে
   এখন অনেক রাত
      উচ্ছিষ্ট কুড়িয়ে খাচ্ছে ক’জন
         ওখানেই আছে ভাত!


উড়ছে টাকা উড়ছে মানুষ
    ডাস্টবিন থাকে জেগে
       নোংরা খাবার ওদের অন্ন
          কুকুরও যাচ্ছে রেগে!


প্রতিদ্বন্দ্বী মানুষ আর কুকুর
   ডাস্টবিনে হয় লড়াই
     লক্ষ টাকার বহু আয়োজন
        নেতারা করছে বড়াই!


ভোরের আলোয় কাক শকুন
   উৎসবে দেয় হানা
      উচ্ছিষ্ট রাশি রাশি খাবারে
         ভাগ আছে ষোলোআনা!


সুখী মানুষ ভুলেই গেছে
   গরীব পায়না খেতে
      বেশী খাবার নষ্ট করোনা
          দাওনা ওদের পাতে!


টাকা উড়িয়ে ফুর্তি করেই
   কিনছে অনেক সুখ
     ডাস্টবিনে আছে ক্ষুধার অন্ন
        ভাগ্যে শুধুই দুখ!


          ****