সাঁকোর উপর দাঁড়িয়ে আছে শ্রাবণ মেঘ
দু’হাত বাড়িয়ে স্পর্শ নিতে গেলাম
হেসে যেন হাওয়ায় গেল ভেসে।


নদীর বুকে চাঁদরে দীর্ঘশ্বাস –
জনম জনম উতলা নদীর মন
বালুচরে লক্ষ ঝিনুক পড়ে
শুয়ে আছে নদীর বুকটা খুলে।


মাছ ধরা ডিঙি রাত্তির চিরে যায়
দু’চোখ জুড়ে মাছের তীব্র নেশা
হাঙরের মত গিলছে যেন মাছ!


পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লেগেছে নদীর বুকে
জাল ছিঁড়ে দেয় ভরা কোটালের মাছ
ফালা ফালা হয় রাতের উতলা নদী
নিশাচর সম জাগে জেলের দল!


হাতের মুঠোয় জ্যোৎস্না ধরা দেয়
শ্রাবণের জলে এতো সোনালী মাছ
নদী গর্ভে জন্ম নিল নতুন ইতিহাস।


বর্ষাঋতুর গহীন আঁধারে জাগছে নদীর চর
জালের মধ্যে গোটা পৃথিবী এ এক মহাবিস্ময়
ভিজছে মানুষ পাগল পারা শ্রাবণ বৃষ্টি ধারায়
সোনালী মাছ রুপোলী মাছে যেন ইতিহাস কথা কয়!  


        ******