শরৎ মেঘ নিয়েছে বিদায়
মেঘ মুক্ত আকাশ
ভোরের শিশির ঘাসের বুকে
ছড়ায় হিমেল বাতাস।


মনের খুশি নদীর মত
শিউলি ছড়ানো ভূমি
চোখের কাজলে অতল নদী
শীতল হাওয়া তুমি।


সবুজ বনানী কুয়াশায় ঢাকা
প্রভাত রবির আলো
দিগন্ত জুড়ে কাশফুল দোলে
হৃদয়ে প্রদীপ জ্বালো।


মনের মেঘ উপনদী খোঁজে
খেয়াঘাটে বসে নারী
প্রতীক্ষার প্রহর হবে অবসান
প্রেমিক আসবে বাড়ী।


আকাশের বুকে গোপন ক্ষয়
উতলা নদীর জল
ভিনদেশী তুমি অভিমান ভুলে
খুঁজছো সুখের স্থল।


  *****