শিউলি ফুলের সাদা রঙ ছুঁয়েছে মেঘলা আকাশ
আগমনী গানে ভেসে ওঠে উৎসবের অরন্ধন –
বিকেলের বিষণ্ণ আলো আজ বেশী উজ্জ্বল
শরৎ মেঘের দুষ্টুমি ভরা মিষ্টি চোখ।


দিগন্ত জুড়ে কাশ ফুলের হিল্লোল
পেঁজা পেঁজা তুলোর মত মেঘ
অলস ভাবে ভেসে যায় নীলাকাশে
শিউলি গন্ধে মাতোয়ারা আকাশ বাতাস।


প্রেমিকার হাতে স্পর্শ মাখা অঙ্গীকার
এই শরতে বাঁধবে সুখের ঘর -
কুমোরটলি ব্যস্ত এখন মায়ের রণসজ্জায়
সাজিয়ে দেবে দশটি হাতে অসুর বধের সজ্জায়।


ডুবে গেছে চাঁদ ভোরের আকাশে
ক্লান্ত শুকতারা নিভু নিভু ...
স্বপ্ন চোখে তাকায় কিশোরী
শরীর জুড়ে যেন তার দুর্গা মায়ের রূপ।।


        ********