বহু বীর জীবনটা উৎসর্গ করেছে দেশের জন্যে
বিনিময়ে আমরা পেয়েছি সেই প্রতীক্ষিত স্বাধীনতা
চেনা নদীর স্রোতে গা ভাসায়নি বীর সৈনিকরা
জীবনের শেষ রক্তবিন্দু দেশ মাতৃকার চরণে নিবেদিত!


গোধূলির রঙিন আলোয় আজও জ্বলজ্বল করে সেই বীর সৈনিকদের নাম
প্রজাপতির রঙিন পাখনার মত তারা ঘুরে বেড়ায় নি
স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিতেও তাঁরা পিছপা নন
গ্রাম শহর বলে কোন বিভাজন রেখা ছিল না।


কত মা বোনেদের উপরও অকথ্য অত্যাচার চলেছে
নীরবে তাঁরা সহ্য করেছে দেশ মাতৃকার জন্যে –
দু’শো বছরের বিদেশী শাসন থেকে মুক্ত ভারতমাতা
ভারতের বুকে উড়ছে তিরঙ্গা পতাকা এ এক গৌররময় দিন।


ভোরের আলোয় নতুন সূর্যের মত লাগে দেশটাকে
কিন্তু ক’জন জানে স্বাধীনতার আসল মানে
পরাধীনতার দাসত্ব থেকে মুক্তির নামই স্বাধীনতা
ক’জন দিতে পেরেছে জাতীয় পতাকার মর্যাদা!


            ******