বরফের রাজ্যের আর এক নাম উত্তর মেরু
মানুষের বসবাস নেই বললেই চলে –
ঠাণ্ডায় জমে যাচ্ছে মাটি গাছপালা জীবজন্তু
হাতে গোনা যে মানুষগুলো আছে তাদের অবস্থা হিমশীতল।


পুরু বরফের চাঁদরে ঢাকা সাদা ধবধবে জীবন
জলবায়ু পরিবর্তনের ফলে মেরুর বরফও গলছে
কিন্তু সভ্য মানুষের হৃদয়ের বরফ কি গলছে –
না, একেবারেই না, নইলে দেশটা কী এতো রসাতলে যায়!


উত্তর মেরুর মত ঠাণ্ডা জীবন নয় দেশের মানুষের
ঠাণ্ডায় অন্যের ক্ষতি করতে পারলেই সব চেয়ে বেশি আনন্দ পায়
খুন রাহাজানি ছিনতাই ডাকাতি ধর্ষণ সবই হয় ঠাণ্ডা মাথায়
আর যেখানে সেখানে তো নকল আই এ এস বাবুদের ছড়াছড়ি।


উত্তর মেরুর মানুষদের মধ্যে এমন মেকি অসভ্যতা নেই
জীবনের পরতে পরতে হিমশীতল বরফের মত কষ্টের জীবন
নকল ভ্যাকসিন থেকে শুরু করে কি করেনি সভ্য দেশের নাগরিক
এদের সব্বাইকে উত্তর মেরুতে পাঠিয়ে দিলে কেমন হয়, এক্কেবারে জমে বরফ!


      **********


রচনাকাল – ১২/০৭/২০২১