উঁকি মেরে চলে যায় আঁধার জীবন -
ফসিল শরীর লুকিয়ে রেখে ঠিকানা খুঁজে বেড়ায়
ঘুড়ির মত ভেসে বেড়ায় অলিখিত কান্না কথা।


অবুঝ নদীতে ডুবে যায় শৈশবের চরাচর
শুকনো মুখে কখন লেগেছে চাঁদের গ্রহণের ছায়া
সুখের ভাটিয়ালি সুর থমকে কৃষ্ণচূড়ার মগডালে।


গত জন্মের হিসাব এখনও কী আছে বাকী
পাপের বোঝা মাথায় নিয়ে ফাগুন গেছে ফিরে
সুখের ভাষা রাত্রি খোঁজে নীরব অভিমানে।


দেবতার মন্দিরে মাথা ঠুকে মরে মানুষ
ফল মেলে না, শুধুই চোখের জল ফেলা -
হৃদয় দুয়ার উজাড় করে কে দেখবে গভীর ক্ষতের চিহ্ন।


চিতাকাঠ ছুঁয়ে দাঁড়িয়ে আছে উত্তরাধিকার
বংশ পরম্পরায় চলে আসছে দীর্ঘশ্বাসের ধূসর পাণ্ডুলিপি
গোধূলির কান্না থেমে গেলেও আজও পিছু ছাড়েনি দারিদ্র্য।


              *********


রচনাকাল  - ২৬/০১/২০২১