উৎসব নিয়ে মাতামাতি নয়
বলছে দেশের আইন
দুঃসময় পেরিয়ে থাকুন ভালো
নইলে হবে ফাইন।


দুইটি বছর এমনি করে
হয়েই গেল পার
চোখের কোণে জমছে কালি
বাড়ছে ঋণের ভার।


সুখের দুয়ারে দিয়েছে তালা
বন্ধ্যা সময় হাসে
নষ্ট রাতের অলীক গল্প
নদীর জলে ভাসে।


বাঁধের জল ঢুকছে ঘরে
জোনাকি দেখায় পথ
প্রকৃতির রোষে পুড়ছে কপাল
কোথায় সুখের রথ!


উৎসব আলো যাবে নিভে
তবুও আশায় থাকি
মায়ের দয়ায় ফুটবে হাসি
শুধবো সকল বাকী।


     ******


রচনাকাল - ০২|১০|২০২১