ঐ
দেখো
আকাশে
রা ম ধ নু
শরৎ কাল
আগমনী গান
মেঘের আনাগোনা
শিউলি ফুলের গন্ধ
ঢাকের শব্দে মাতোয়ারা
দু,চোখে উৎসবের রঙ
নতুন পোশাক সব্বাই চায়
আলোর রোশনাই আতসবাজি
ধনী গরীব মিলেমিশে একাকার
মা দূর্গা আসছেন মাটির পৃথিবীতে
দুঃখ ভুলে হাসিতে মেতে ওঠে সব্বাই।
******
রচনাকাল -
২৬শে আগস্ট ২০২৪