বঞ্চনার মেঘে ঢেকে গেছে মনের আকাশ
শব্দহীন অন্ধকারে ডুবে যায় বুকের পাঁজর
নতজানু হয়ে ভিক্ষে চেয়েছি বারংবার –
তুমুল বৃষ্টির মধ্যেও তুমি বলেছে একটাই শব্দ – না!


ভাঙ্গা জাহাজের মাস্তুলে তোলা আছে ভালোবাসা
অমৃতের বদলে পান করেছি তোমার বিষ –
পাখির বাসার মত শূন্যে ঝুলছে ঠুনকো শরীর
চোখের তারায় ভালোবাসার রঙ মুছে গিয়ে নেমেছে রাত্তির!


রাত জাগা পাখিদের মত সর্বদা কিচিরমিচির কোলাহল
সভ্যতার চোখে আমি হয়েছি অবাধ্য পুরুষ
ভালোবাসার ব্যালকনিতে এখন শুধুই ধুলোঝড় ...
মরা রোদ্দুরে ঘুমিয়ে পড়েছে মৃত নদীর বুক!


এই পৃথিবী যেন হাসতে হাসাতে ভুলেই গেছে
বঞ্চনার পরতে পরতে দুঃখের করুণ কাহিনী ...
ভেজা চোখের পাতা ক্রমশ শুকিয়ে মরুভূমি
তবুও মানুষ বেঁচে থাকে শত বঞ্চনা উপেক্ষা করে!


        ********