শেষ বিকেলের বিষণ্ণ বাতাসে গোধূলির রঙ
শরীরটা ক্রমশ ভগ্নাংশে পরিণত হচ্ছে
লাভ ক্ষতির হিসেবটা আর মেলাতে পারি না।


চশমার পাওয়ারটা ক্রমশ বাড়ছে ঘন মেঘের মত
সবই ঝাপসা মনে হয় দিনের আলোতেও –
ভালোবাসা নেই, তবুও অন্তহীন সোহাগের কাব্য।


অঙ্কের ভগ্নাংশ সবাই জানে, আর মানুষের ...
বুকের পাঁজর ফুটো ফুটো হয়ে যায় ভগ্নাংশের কারণে
ভেতরের ক্ষয়টা কেউ দেখতে পায় না কোনোদিনও।


অবেলার রোদ্দুরে পুড়ে যাচ্ছে সর্বনাশা বেসামাল জীবন
তবুও মানুষ ভগ্নাংশের ক্ষত নিয়ে বাঁচতে জানে
কারণ এটাই জীবন, লড়াইটা চিরকালীন ...


দূর থেকে ভেসে আসছে ঢাকের আওয়াজ
ভগ্নাংশ জীবন থেকে মুক্তি নেই জানি, তবুও আশায় বেঁচে থাকা
যদি কোনোদিন মা দূর্গার কৃপায় একটু আলোর রোশনাই পাই এই জীবনে।।


       ******  


রচনাকাল – ০৭/১০/২০২১