মন ছুঁয়েছে নষ্ট পুরুষ
   হিমেল হাওয়ায় রাতে
       ঘন কুয়াশার চাদরে মোড়া
           মুখ ঢেকেছে প্রাতে।


প্রজাপ্রতি মন অধর কাঁপায়
    মনেতে মেঘ কালো
      বিষাদ পুরুষ সোহাগ পাগল
          হৃদয়ে জ্বালালে আলো।


বকুল ফুল গন্ধে মাতায়
    শরীর অবশ নীল
       পাহাড় নদী একটি সাঁকো
           মাংস খোঁজে চিল।


হলুদ শাড়ি অবলা নারী
    চোখে অপরূপ দৃষ্টি
       সব অভিমান সরিয়ে রেখে
           করবে নতুন সৃষ্টি।


ভাঙছে মেঘ একটি আকাশ
   নদী পাগল পারা
      ভালোবাসা একটি নদী
          ভাঙছে রাতের কারা।।


          ******