ভালোবাসার নদী মোহনায় থমকে দাঁড়িয়ে
অনাগত শিশু জানে না তার ভবিষ্যৎ -
ওষ্ঠের মলিন বারান্দায় মরা বিকেলের আলো।


ভালোবাসায় জন্ম নেয় শিশু -
জন্মের অধিকার ভাগ চায় দু'জন
মিলন কাব্যে অসুখী দুটি অতৃপ্ত হৃদয়।


সুখের অলিন্দে খেলা করে অবোধ শিশু
এক পা দু পা করে হাঁটছে ...
খিলখিল করে হেসে ওঠে রক্তের অধিকার।


সব অভিমান ভুলে বুকে জড়িয়ে ধরে স্বপ্নের ভালোবাসাকে
সন্তান দূরত্ব মুছে দেয় দুটি হৃদয়ের একাকিত্ব
ভালোবাসার নদীতে ডুব দিতে দিতে ভেসে যায় সব অবুঝ অঙ্গীকার।


              *******


রচনাকাল - ১৫/০১/২০২২