সীমাহীন অস্থিরতায় ছটফট করে বুকের পাঁজর
নোঙরখানা থেকে মুক্ত জাহাজের উত্তাল উল্লাস
জ্যোৎস্নার চাঁদ ভেঙে ভেঙে তৈরি হয় অমানিশি
সেভাবেই শরীরের প্রতিটি অনু পরমাণু ক্ষয় হতে হতে
এক অন্ধকার আবর্তে মিশে গিয়ে বিলীন হয়।


কাপুরুষ চোখ নেশায় হয়েছে বুঁদ ...
অন্ধ রাত খুঁজে বেড়ায় জীবনের নির্মম বোধ
ঝড়ো হাওয়াতেও শুকিয়ে যায় গরলের গলা
এক বুক হাহাকার তাড়িয়ে বেড়ায় সারা রাত
ভালোবাসার ঋণ শোধ হবে না এ জীবনে।


তেপান্তরের মাঠ পেরিয়ে গিয়েছি অনেক দিন
অন্তহীন চাওয়ার তবুও হয় নি শেষ ...
উপেক্ষিত অধরে জ্যোৎস্নার ম্লান আলো
শুকতারা ডুবে গেছে রাতের কালিমা মুছে
অলীক বাতাসে শিউলি ফুলের সুগন্ধি উন্মাদনা।


               *****