মাথার উপর খোলা আকাশ
হারিয়ে গেছে ছাদ
খুশির কথা রাখবো গোপন
নেই জীবনে সাধ।


জ্যোৎস্না আলোর গন্ধ নেবো
এমন সাধ্য কই
সুখের কাব্যে এতোই বাধা
কোথায় ওঠার মই?


টগর গোলাপ জুঁই চামেলি
গন্ধ ছড়ায় ফুল
প্রকৃতি এতো খোয়াব দেখায়
তবুও করি ভুল।


ঝড় বৃষ্টি শীত গরমে
জীবন হবেই নষ্ট
আর কতকাল ডাকবো তোমায়
শুধুই পাবো কষ্ট!


জ্যোৎস্না আলোর গন্ধ নেবো
সারাটা জীবন ধরে
প্রভুর দেখা পেলেই মোরা
রাখবো হৃদয়ে ভরে।


     ******


রচনাকাল  - ২৫|০৮|২০২২