লখিন্দরের ভেলায় ভেসে চলেছে বেহুলাও -
অনন্ত জল রাশির উপর মৃত স্বামীকে আগলে বসে
পৌরাণিক কাহিনীর পরতে পরতে আছে ক্লাইম্যাক্স।


আধুনিক যুগে এমন নারী আছে কি, নাকি পাওয়া যায়
যুগ পাল্টে গেছে সময়ের সাথে সাথেই ...
তাই বলে নারীরা ভালোবাসে না তার স্বামী সন্তানকে।


বেহুলার কান্না ছুঁয়ে যায় আধুনিক নারীর হৃদয়ও -
আজও নারীরা প্রতিক্ষা করে তার মানুষটা কখন ফিরবে ঘরে
ভালোবাসা না থাকলে কেউ কি অধীর আগ্রহে বসে থাকে!


মন্দির মসজিদ গির্জার পুজো দেয় মানুষটার মঙ্গল কামনায়
প্রতিটি নারীর হৃদয়ে লুকিয়ে আছে মমতাময়ী এক রূপ
সব নারীকে বাইরে থেকে বিচার করা ঠিক নয়।


আধুনিক জীবন এখন আরো কঠিন থেকে কঠিনতর হয়েছে
জীবিকার জন্যে বেরতে হয় রাস্তায়, অফিস কাছারিতে -
বেহুলা লখিন্দরের যুগ শেষ, নারীকে এখন  জীবনের জন্যে যুদ্ধ করতে হয়।


         *******


রচনাকাল  - ২৫/০৬/২০২১