কী এক অলীক আঁধার
ভর করেছে দু’চোখে আমার
যেদিকে তাকাই কেবলি দেখি
আলোর অনুপস্থিতি।
দেখি কালো কালো হাত
কিছুটা লোমশ, কিছুটা হিংস্র
যার নখর থেকে গড়িয়ে পড়ছে খুন।
বুকের গহীনে এক মস্ত আধার
মৃত আত্মার আর্তনাদে গেছে ঢেকে।
দৈত্যের জামরঙা চোয়ালে
লেগে আছে ধ্বংসপ্রাপ্ত মানবতা
এক এক করে আকাশ ছেড়ে পালাচ্ছে
শান্তির কপোত।
এখানে আলো ছিল
ঝলমলে মুক্তোর মতো আলো
যে আলোয় ভর করে খেলা করতো সুন্দর।
এখানে আলো ছিল
শিশুর হাসির মতো শুভ্র আলো।
এখন চারিদিকে আলোর অনুপস্থিতি
পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে মৃত্যু
কী এক অলীক আঁধার
ভর করেছে দু’চোখে আমার।