আমি শিখি পাখির কাছে
ফুলের কাছেও কিছু
আরও বেশি শিখতে ছুটি
গুনীজনের পিছু।
ওই যে আকাশ কেমন করে
মেঘকে করে তৈয়ার
সাগরের চেয়ে এত উদার
খুঁজে পাবো কই আর।
কেমন করে সকাল সাঁঝে
পিপড়েরা বয় বোঝা
সকল বাধা টুটে দিয়ে
পথকে করে সোজা।
এ জগতে সেইতো বেশি হীন
মিথ্যেকে যে পুঁজি করে
বাঁচে নিশিদিন।
আমি শিখি শিশুর কাছে
রংধনুকে আঁকতে
মায়ের কোলের ওমে কেমন
চুপ্টি করে থাকতে।
ওই ভানুটা শেখায় আমায়
কেমনে দেব আলো
সকল বিভেদ মিটিয়ে দিয়ে
বাসবো সবায় ভালো।
রচনাকালঃ ১৪/০১/২০১৯।