মাটির ঘর থেকে উবে আসছে ধোঁয়া
উড়ে যাচ্ছে মেঘের কাছাকাছি
লেডিবার্ড বিটলের দল ছেড়েছে সবুজ বাসা
হাত বাড়ালেই বাতাসের সংসার
সমুদ্র সমুখে তার সমূহ জীবন দীর্ঘশ্বাস
বাতাসে বসত করে অনু,অনুজীব, স্বপ্ন, আত্মা
আত্মার সম্ভাব্য বিনাস দেখে ঘর ছেড়েছে স্বপ্ন
অনুজীবের জাবর কাটার শব্দ ভারী করছে কান
এখনো কানে আসে বাতাসে শব্দ গোখরোর হাসফাস
কানে ভাসে বিষ নামানো বেদেনির আহবান
বাতাসের সংসার সাংগো হলে জেনো
দিকে দিকে পাওয়া যাবে প্রলয়ের আভাস
আকাশ ভেঙে আসবে প্রভাতের রক্তস্রোত।