সুদূর অস্ট্রেলিয়ায় পুড়ছে তপোবন,
মাটির গভীর থেকে উবে আসছে আগুন
পুড়ছে ওক ট্রি, পুড়ছে ঝাউবণ, পুড়ছে মানুষ,
পুড়ছে কাঠবিড়ালি, টেডিবিয়ার,
পেট পকেটে বাচ্চা নিয়ে লাফিয়ে
চলা ক্যাংগারুটাও।
মা হরিণটি আহত বাচ্চাকে রেখে
পালাতে পারেনি তার পোড়া
দেহটা বারবিকিউ হয়ে ঝলসে
আছে গাছের ওপাশে।
চারিদিকে কেবল ধোয়ার কুণ্ডলী আর
লেলিহান শিখা।
হায় আগুন তুমি শুধু পোড়াতে শিখেছো
প্রাণের কোমল হৃদয়
দেখো ওরা তোমার কাছ থেকে
পালিয়ে এসেছে মানুষের স্নেহডোরে,
তুমি হয়তো ভেবেছিলে সবকিছু শেষ হয়ে যাবে
চারিদিকে শুধু পড়ে রইবে
ধ্বংসপ্রাপ্ত কাঠকয়লা আর পোড়া মাংস
কিন্তু না মানুষের বুকের ভেতর
দেবতা থাকে, মানুষই দেবতা হয় কখনো
তাই সে তার স্নেহনদী থেকে
জল এনে নিভিয়ে দেয় শিখা
অবশেষে মানবতার জয় হয়।
দাবানল সব পোড়াতে পারে কিন্তু
ভালোবাসাকে পোড়াতে পারেনা কখনো।
রচনাকাল : ৭/১/২০২০