একটা জীর্ণ দেয়াল
কালের সাক্ষী হয়ে ঝুলে আছে মরা গায়ে।
একদিন এর কঠিন সিমেন্টের পিঠে
লেগে ছিল মহুয়া ফুলের ঘ্রাণ।
তারকাটায় আলতো করে ঝুলোনো
জলরঙ এ আঁকা তোমার ছবি,
হলদে রঙের শরষের ক্ষেত,
গ্রাম ও প্রকৃিতি।
দেয়ালের ওপাশে বাঁধা আছে
লাল রং এর একটি ঘোড়া আর
অজানা কিছু খুনসুটি।
ইতিহাস কান পেতে আছে দেয়ালের গায়ে।
মাটির গভীর থেকে উঠে আসছে ফসিল
আর আমার উত্থিত বুকে
দেয়ালের মতো জমছে শ্যাওলা।
এখনো কান পাতলে এখানে
এ দেয়ালে শতবর্ষ এর গল্প আসে ভেসে।