ও জীবন আমায় একটু দেবে কী ছুটি
তোমার কোলে মাথা রেখে খাব লুটোপুটি
ও জীবন তুমি যেন ছোট্ট একটা নদী
তোমার বুকে ঢেউ হয়ে বইবো নিরবধি।
তুমি আমার প্রজাপতি, আমি বুনোফুল
যতই আমি গড়ি ঘর, ভাংগে নদীর কুল।
ও জীবন আমায় তুমি সংগে করে নাও
জমাট বাধা মেঘগুলো সব
বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দাও।
ও জীবন ওই গায়ের কাছে মেঠো পথের ধারে
আজীবন বাধিয়ে রেখো আমার ছায়াটারে।
রচনাকালঃ ১৩/০১/২০১৯।