তুমি আমার তেতে ওঠা ধূলিক্ণার উপর প্রথম বৃষ্টির ফোঁটা। সন্ধ্যার আবির মাখানো গোধূলি আলতা রঙ। যখন আন্ধার আসে নাইমা এই ঝাঊরাংগা নরম গেরামে। এই নিশুতি রাইতে কেউ জেগে নেই, জল আর জোছনায় এক গভীর লুকোচুরি। তুমি আমার ভাংগা বেড়ার ফোকড় দিয়ে ঢোকা ঝিরিঝিরি ঝড়ো বাতাস।  তোমাকে ছোয়ার জন্যে আমি জোনাক হই। হই নরম আলো। যদি একটু ছুয়ে দাও, এই মেঘলা রাতে বাসবো তোমায় ভালো।