কোথাও কেউ নেই চারিদিকে ঘন অন্ধকার
কালো কালো কিছু দানব অন্ধকারটাকে
আরো হিংস্র ও ঘনীভূত করার চেষ্টা করছন।
একটি সাদাবক দানবের হাতে বন্দি
ভয় আর শঙ্কায় তার কন্ঠে জড়তা
ছোট বক, বড় বক, মেঝো বক
অশথের মগডালে বসে চেয়ে আছে
বাবা বকের ফিরে আসা পথের দিকে
বকের সঙ্গীর বুক দুরুদুরু
পাছে কোন বিপদ হয় এই ভেবে
দানবের হাতে বন্দুক আর
সঙ্গীনির হাতে পুতি তসবি
সহসা আকাশ ভেঙে গোলার
গর্জন ছুটি আসে বাবা বকের বুকে
কি এক মিনতি তার বাড়ি ফেরার
বুকের পাঁজর থেকে ফিনকে ফিনকে
রক্ত ছুটে আসে।
কালো দানবের মুখে হাসি
আর বাংলাদেশের বুকে হাহাকার
পাখিদের, ফুলেদের, মানুষের
বুকের গহীনে থেকে নিংরে ‍ওঠে কান্নার স্রোত
একদিন এই শহরে ছিল মরাদের মিছিল,
এ গাঁয়ের পোড়ো বাড়িগুলো
ভরে উঠেছিল মৃতদের ফসিলে
আজ এত বছর পরে আবারও যেন
যুদ্ধের দামামা বাজে কানে।
তোমার কিছু নেই মা
আছে কেবল ধ্বংসপ্রাপ্ত ইতিহাস।
আর কতো মৃত্যু হলে
তোমার হাসি থামবে  দানব
আর কতো গোলা ছুড়লে
তোমার কলজে শীতল হবে বলো
রাজনীতি, ক্ষমতা আর নোংরা উগ্রতায়
শ্যাওলা জমা পতাকায়
কবে উঠবে স্নিগ্ধ নাচন।
কাঁদো বাংলাদেশ কাঁদো
কেঁদে কেঁদে বুকের গহীনটাকে
সাগর করো, মুক্ত করো।