তুমি এ বৃত্তের বলয় থেকে বেড়িয়ে আসোতো দেখি
জানি পারবেনা কারণ তুমি আজীবনই এক অর্থব
সেন্টিমেন্টাল এনভায়রনমেন্ট এ আবদ্ধ এক প্রাণি
তুমি নিঃশ্বাস নাও মেপে মেপে,
পথ চলো মেপে মেপে
চায়ে চিনি খাও মেপে মেপে।
তোমাকে বলা হলো তুমি উপরে উঠো সহজে স্কেলেটরে
তোমার পা কেপে উঠলো কী এক অজানা আবদ্ধতায়
তুমি সিড়ি ভেঙে ভেঙে উপরে উঠো তোমার পায়ে বিরাম চলে আসে তবুও উঠতে থাকো।
তোমাদের মধ্যে কেউ কেউ বলয় ভাংতে চাও
ভাংতে গিয়েও থমকে যাও হীনমন্যতায়।
তুমি না খেয়ে থাকো দূর্যোগে, প্লাবনে, মহামারিতে
তবুও তুমি চোর হতে পারোনা, পারোনা ডাকাত
কিংবা পলিটিশিয়ান হতে, তুমি মিছিলে নেই
রাজপথে নেই কোথাও নেই তুমি।
গৃহকোনে বসে একলা একলা কাদো
ঈশ্বরওতো ওদের উঁচু আর নিচুর
মাঝখানে তুমি কেবল বৃত্ত আঁকো
বৃত্ত আঁকতে আঁকতে ক্লান্ত হও, নিথর হও।