এই মাত্র একটি খেঁকশিয়াল ভুট্টা ক্ষেতের আল ধরে ধরে
পৌছে গেল রাঢ়িখালের কাছে,
ভুট্টা পাতার ফাঁকফোকড় থেকে বেড়িয়ে আসছে জোনাকি পোকা
খেঁকশিয়ালের গলায় আটকে আছে কাচা ভুট্টাদানা।
সে তার লকলকে জিহবাখানা দিয়ে ছলাৎ ছলাৎ করে
খাচ্ছে খালের জল,
জলের কম্পিত নৃত্যে ভেঙে যায় চাঁদ
চাঁদ ভাঙবার অপরাধ বোধে
খেঁকশিয়ালটি কিছুক্ষণ থমকে দাঁড়াবে
তারপর আবার ক্ষেত ভেঙে ভেঙে
দৌড়ে চলে যাবে দূরে।