অনুবাদঃ স্বপঞ্জয় চৌধুরী
শীতকালীন ভালোবাসা
মূল: স্যালভেদর সি ওরিয়া
১।
একি শৈত্য
নাকি সমুখে এগিয়ে যাওয়া
আমার জীবনের অন্য কোন দিন?
শৈত্য এবং ধূসরতা
কখনোবা
জাদুর পরশের মতো
ছুঁয়ে যায় তুষার ফলক
যখন আমাদের হয়েছিল দেখা
কোন এক ভরা বসন্তে
আমারা হেটে গিয়েছিলাম সে পথের
আলোর দূত্যি মাড়িয়ে।
তারপর আমার প্রিয়
সেই পাপড়িগুলো বিবর্ণ হলো
অজস্র ঋতুর
ক্ষয়ে যাওয়া যৌবনে।
আমাদের ভালোবাসা এখনো আছে
এক অন্তহীন বসন্তে
সেদিনগুলো যেন আগের চেয়েও
বড় বেশি স্বাভাবিক সুখময়।
২।
স্বর্গের আলো এবং আশা
মূল: মারিয়া গ্রিসেলভা গার্সিয়া কিউরভা
সঙ্গীত অতিদ্রুত করছে ভ্রমণ
যেনবা তার পাখার ঐকতানে
এবং যেন যাচ্ছে জড়িয়ে কোন স্বপ্নে,
আকাশে খাচ্ছে দোল;
গোলাপের সৌরভ পৌঁছে গেছে পরিচ্ছন্ন আকাশে
ঠিক সেসময় সঙ্গীতের ধ্বনিতে
যেন সে কাছে টেনে নিয়েছে তারকারাজি।
চাঁদের চোখের দিকে চেয়ে আছে
সকল কক্ষপথ
যেখানে জন্মেছে ভালোবাসার বসন্ত
এবং অলীক কল্পনা।
আসবে শীঘ্রই সুখের জোয়ার
সশব্দে হাসিমুখে নেব তারে হৃদয় মাঝে,
উঠবে বেজে আশার আগমনী বার্তা
কোমল আলিঙ্গনে
এবং দীপ্তিময় চুম্বনে
এ স্বর্গে
উঠবে জ্বলে আশার আলো।