অদৃশ্য ছাইয়ের কণা উড়ছে ধূসর স্বর্গে
মেঘে ঢকা তারাগুলো খসে পড়ার অপেক্ষায়
চেয়ে আছে ঈশ্বরের মুখের দিকে
লাল স্রোত নদী ভেঙে ভেঙে পৌঁছে গেছে
বে অব বেঙ্গল
তিমির চোখে ফুটে আছে দগদগে ঘা
যেন সে এক ধর্ষিতার অভিশাপ
সুবজ শ্যাওলার মতো পৃথিবীর আমার
ভাসছে মহাশূন্যে।
অতৃপ্ত আত্মারা সব পূন্যের খোঁজে
ভিড় জমাচ্ছে মঙ্গলে
কিন্তু হায় মঙ্গলেও উড়ছে
অদৃশ্য ছাইয়ের কণা।