কতকাল কত ঋতুর ক্ষয়ে যাওয়া যৌবনে
খানিকটা রঙ লাগুক আজ;
গোধূলির গাঢ়তা থেকে কিছুটা রঙ
কিংবা গাঁদা সর্ষের শিশিরস্নাত
মখমল ছোঁয়া সকালে
পথের পরতে পরতে ছড়িয়ে থাকুক স্নিগ্ধতা।
হে বসন্ত! তোমার দেবীপ্রতীম শরীর জুড়ে আজ
হলুদের জনম হলো যেন;
তুমি বছরের পর বছর
ঋতুর পর ঋতু
শতাব্দির পর শতাব্দিতে
বারবার ফিরে এসো
বুনোফুলে বসা রঙিন প্রজাপতি হয়ে,
তুমি এই পাগলমনা বাঙালির মুখে
হাসি ফোটাতে এসো,
যে কৃষাণ ঘাম ঝরিয়ে  জন্ম দেয় রঙের
যে কবি মগজের ভেতর থেকে
কেড়ে আনে শব্দমালা
তাদের শক্তির রসদ যোগাতে
তুমি ফিরে এসো;
কিশোরীর হলদে শাড়ির বুননে
বারবার তোমার জন্ম হোক তবে।


(চিন্তা ও রচনাকাল  : ১৩/০২/২০১৬, দুপুর ৪টা ১৬মিনিট)