১।
হে রাজপথ কথা কও
আজ স্বপ্নবোনার দিন নয়
দিন এসেছে সাক্ষ্য দেবার,
সালাম-বরকত- জব্বারের
মুষ্টিবদ্ধ হাতে মানুষের জবান
রক্তিম পদ্মপাতায় লেখা আদর্শলিপি
রাজপথ শুনতে কি পাও
রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই...
ফুল- পাখিদের গা ঘেঁষে
যে চিৎকার চলে গেছে
দূর আকাশকে কম্পিত করে
সে দাবী ভুলে কী গেছো?
শকুনের নখের থাবায় আদর্শ লিপি
অ-আ-ক-খ।


২।
খোকা যে ভাষায় আজ কইছো কথা প্রাণ খুলে
জানকি সে ভাষার ইতিবৃত্ত
যে মাতাল আজ আউরে উঠে
আবল-তাবল গালি
সে কি জানে এর ইতিবৃত্ত
যে প্রেমিক আজ প্রেম নিবেদন করে
পত্র কিংবা মুখপত্রে সে কি জানে এর ইতিবৃত্ত।


৩।
মহশ্রী রবীন্দ্রনাথ ঠাকুর জানকি তুমি
যে ভাষায় তুমি লিখেছো
গদ্য-কবিতা-উপন্যাস কিংবা গান
সে ভাষার জন্য ঝড়েছে
কত ফুল চেনা-অচেনা,
তোমার ভাষায় কথা কইতো বলে
পাখির মতো গুলি খেয়ে মরেছে
সালাম-বরকত-রফিক
আরো কত অগণিত প্রাণ,
সুপ্রিয় নজরুল ,
কালো চিতার থাবায় আটকে রয়েছে
তোমার বিদ্রোহী কবিতা
আর শামসুর রাহমানের অবিনাশী গান।
তোমাদের বর্ণমালা, তোমাদের কাব্যকথা
ওরা বিলীন হতে দেয়নি।
আজও তাই ফেব্রুয়ারি এলে
পাখিরা, ফুলেরা, শিশুরা গেয়ে ওঠে
বাংলা ভাষায় প্রভাত ফেরির গান।


রচনাকালঃ ২১/০২/২০০৫ইং।