ও আমার দেশ
শতাব্দির কালো ঢেউ ভেঙে ভেঙে
তোমর বুকে জেগে ওঠে সোনালী স্বপন,
ফরাসি,পর্তুগীজ ইংরেজ আর পাকি সভ্যতার
আঁচড় নিয়ে বুকে তুমি এক ধাবমান নদী হয়ে যাও
যদিওবা আজ মৃতপ্রায় নগর সভ্যতার কাছে
তুমি এক ননীর পুতুল মাত্র
বরফ গলা নদীর রেখা তোমার শুষ্ক বুকে
তুমি এক বুক তৃষ্ণা নিয়ে আসো
সুশীল সভ্যতার কাছে।


ও আমার দেশ
তুমি ব্যাকসীটে বসা নাগরিকের
পেট্রোলপোড়া মুখ আর
রাজপথ দাপানো ভাড়ায় খাটানো
কিশোরের স্লোগান আর কত শত স্বপ্নের মৃতমুখ।
ধ্বংসের জন্য একটি বুলেট যথেষ্ট
সৃষ্টির জন্য প্রয়োজন তোমার মায়াবি হাত,
ফেরারি চেঙ্গিসের হাতে বন্দি
যতসব অবোধ নাগরিক।
এখানে কিছু প্রজাপতি দরকার
লাল-নীল হলুদ কিংবা বাদামি
এখানে কিছু আগ্রাসী ঢেউ দরকার
ভাঙনের, সৃষ্টির, স্বপ্নের।