আমি বাতাসের গায়ে খুঁজে বেড়াই ভস্মতার চিহ্ন
কোথায় কতদূরে উড়ে গেছে ছাই
লেলিহান শব্দসকাল সব
আজন্ম বিমূর্ত চিৎকারে উঠছে ফেটে
অস্ট্রিচ বার্ড হয়ে নতজানু নয়
দু’পাশে যতদূর করা যায় প্রসারিত
ঠিক সেভাবেই পাখি হয়ে বাঁচার জন্যে
সদ্য ডিম থেকে ফুটে বেরোয় ছোট্ট ছানা
আর এসবের মাঝেই লাস্যময় মায়াকোভোস্কি
খুঁজে বেড়ায় জাদু বাস্তবতা।