(উৎসর্গ : প্রয়াত খালুজান আবদুল জব্বারকে)
শেষ কথা, শেষ প্রহর,শেষ দেখা
কেন এত মধুর হয়
কেন তা চোখে গেঁথে থাকে আজীবন।
মানুষের ছোট ছোট মূহুর্ত,
ছোট ছোট কথাগুলো, খুনসুটিগুলো
শেষ হয়কি কখনো।
কালের ধূলোর মতোই কত মানুষ
এলো গেলো দূরের মহাশূন্যে
তবুও কী এক অতৃপ্ত হাহাকার বুকের ভেতর
কী এক অমোঘ গভীর টান
বুকে ভেতর তাড়া করে নিশিদিন।
শেষ কণ্ঠস্বর, শেষ সময়, শেষ প্রহর
ছোট ছোট মূহুর্তগুলো অনেক বেশি
বড় হয়ে দাঁড়ায় কখনো কখনো।
হে ঈশ্বর শেষ যদিবা দিলে
তবে কেন দিলে শুরুর উল্লাসিকতা
মৃত্যু যদি দিলে তবে কেন দিলে
জন্মের মধুরতা;
স্বাগতম যাকে বলি সে কেন
বিদায় নিয়ে চলে যায় দূরে।
আঁধারের পেছন আলো থাকে জানি
আলোর পেছনে অালোকবর্ষ,
হায়রে মানবজীবন
ক্ষণিকের পৃথিবীতে এ কেবল
সময়ের ছলা-কলা নিছক ভ্রম
কখনো সে বিদায়, কখনো স্বাগতম।