কি এক ক্লান্তির ছলে পৃথিবীর সব মৃত্যুরা
ভর করে দু’চোখে আমার।
গোধূলীর শেষ আভা মুছে গেলে জানি
এখানে এ আকাশে উড়বেনা আর পাখি।
রাতের আঁধারে সাগরের গভীরে ঝিমুবে সোনালী মাছ,
ফুল আর প্রজাপতির মিত্রতা গেছে থেমে
ঝিঁঝি পোকার শব্দে এ প্রান্তর জুড়ে রবে নিস্তব্দতায়।
কখনো কোনদিন জেগে উঠি যদি আবার
তোমার আলতো বুকে মাথা রেখে দেখবো তন্দ্রালু চাঁদ
বিখন্ড নদীর জলরাশি মুক্তোর মতো জ্বলবে তার আলোয়।
মাটির অগভীরে কি এক জমাট শীতলতা নিয়ে
সৌন্দর্য্য ছড়াচ্ছে ঢোড়া।
কি এক ক্লান্তির ছলে আলো নিভে যায়
পৃথিবীর সব শব্দ থেমে যায়।