জীবনতো একটাই
তবুও এর আছে কিছু সমীকরণ
ব্যাত্যয়,মিল-অমিল, শুন্যতা
আছে কিছু হারানো সন্ধ্যা
আছে পাখির মতো ওড়াওড়ি
আলো ঝলমল শহুরে লোকাচার।
এখানে চুলোর ধোঁয়ায় কখনোবা
ওড়ে কাঠ কয়লার উগ্র গন্ধ
কখনোবা ভাসে মাছের চোখের
মতো ফেনা বুদ্বুদ।
কোনো কল্পনা নয়
না কোনো বাস্তবতা নয়
এ এক অবিমিশ্রিত চিন্তার বিশালতা
কখনো সুখের মতো কনক শুভ্রতা
কখনোবা সে চিরদুঃখের মতো
ভালোলাগা কিছু মূহুর্ত
যাকে ভেবে , চিন্তা করে
কেবলি মানসপটে ছবি আঁকা যায়
কেবলি ভালোবাসা যায়।
জীবনতো একটাই তবুও
প্রতিনিয়ত জীবনকে আঁকি
নিজের মতো করে,
হায়! তুমি কেন এতো সুন্দর, শুভ্র, নিষ্ঠুর
ও জীবন।