আমি সময়টাকে বেঁধে রাখতে চাই
চিরনূতনের সুতোয় কিন্তু
সময় আমাকেই বেঁধে রাখে
পরাজিত সৈনিকের মতো;
আমার ঘোড়ার মৃত্যু হয় ঘোড়ারোগে
দিগবিদিগ তাঁর চিহি চিহি ডাক ভাসে কানে,
মরুর ধূলোকণায় চিহ্ন আঁকে মরুজাহাজ
আমার মনের গভীরে খড়িমাটি দিয়ে
লিখো তোমার নাম
যাতে সময় তোমায় ভুলিয়ে না দেয় কখনো।
এইতো সেদিন আমি প্রথম দেখেছিলাম সূর্য,
ছুঁয়েছিলাম প্রথম শিশিরকণা;
আজ আমাকেই দ্যাখে সূর্য
আমাকেই ছুঁয়ে যায় শিশিরকণা।
আমি চলমান জাহাজের মতো
জল কেটে কেটে এগুই সামনে
কতদূর আর কতদূর গেলে সময় তুমি থামবে,
বুনোহাঁসেদের দল ডানা ঝাপটে ঝাপটে
ক্লান্ত হয় মেঘে;
এ বিশালতার কোন সীমা নেই
এ বহমানতার কোন অন্ত নেই
বিশ্ব থেকে মহাবিশ্বময়
ইথার থেকে মহা ইথারময়
আমি খুঁজে ফিরি কাকে
আত্মায়-মগজে,
হে সময় এবার আমার যাবার সময় হলো
তুমি কি যাবে আমার সঙ্গে।