প্রকৃতি বোঝেনা সময়,
বোঝেনা ষোল-সতের
জন্ম-মৃত্যু, সৃষ্টি-ধ্বংস
বোঝেনা হাসি-কান্না
স্মৃতি-বিস্মৃতি,
প্রকৃতি বোঝেনা উদয়-অস্ত
জয়-পরাজয়।
প্রকৃতি বোঝে কেবল গতি
এগিয়ে যাওয়ার
অনন্ত- অসীমের দিকে
অশেষ শেষের দিকে।
তবুও প্রকতিকে কখনওবা
বুঝে নিতে হয়
সংখ্যা-সময় আর
স্মৃতি-বিস্মৃতিকে
ষোলকে এবার ভোল
এবার হোক তবে সতেরো