বেলা শেষে
কাছে এসে
করবি কি মন।


বেলা শেষে
কাছে এসে
করবি কি মন।


যখন ছিল
রোদ ঝলমল
যৌবনেতে রূপ টলমল
তখন ছিলি ঘোরে
এখন কেনে আসতে
চাস তুই আমার বদ্ধ দ্বোরে।


বেলা শেষে
কাছে এসে
করবি কি মন।


তুই ছিলি স্বপ্নপুরী
উড়ায়ে ছিলি রঙিন ঘুড়ি
আমার সাত আসমানে
এখন কেন মন্ত্র পরিস
আমার কানে কানে


বেলা শেষে
কাছে এসে
করবি কি মন