প্রাত্যহিক কাজের ফাঁকে এক
টঙ দোকানে যাই মাঝে মধ্যে
চা-রুটি খাই, কলা খাই কিংবা
কখনো খাই বিসকুট
একদিন এক নেড়ি কুকুর
ক্ষুধার্ত চোখে তাকিয়েছিল আমার দিকে,
ওর চোখে দেখেছিলাম আমি ক্ষুধা
আর ও আমার চোখে দেখেছিল কৃপা,
দু’এক টুকরো বিসকুট ছুড়ে দেই
ওর দিকে, সার্কাসের সিংহের মতো
লাফিয়ে লুফে নেয় বিসকুটের টুকরো।
এরপর মাঝে মাঝেই কুকুরটিকে দেখতাম
ও আমার কাছে আসতো ক্ষুধা নিয়ে
আর আমি ওর দিকে ছুঁড়ে মারতাম
কয়েক টুকরো কৃপা।
এরপর মাস ছয়েক পেড়িয়ে গেল
বহুদিন যাইনি ওই টঙে
একদিন মনের খেয়ালে যাওয়া হল
একটি কুকুর এদিকেই আসছে দৌড়ে
আমার সামনে এসে হাটু গেড়ে ওর গোলাপি
রঙের জিহবা খানা প্রদর্শিত করে দাঁড়ালো
কি আশ্চর্য ওর চোখে আজ ক্ষুধা নেই
আছে আমার স্মৃতিভ্রষ্ট মনের কাছে
একবুক স্নেহাশিষ কৃতজ্ঞতা,
আমার চোখে প্রশ্নবোধক ব্যগ্রতা
আর ওর চোখে কৃপার আগুন।
তবুও এ কথা ভেবে শান্তি পাই মনে
কুকুরেরও আছে কিছু কৃপা,
আছে ভালোবাসা, আছে বিশ্বস্ততা
মানুষের যা নেই
তাইতো আমার চোখে প্রশ্নবোধক ব্যগ্রতা
আর কুকুরের চোখে কৃপার আগুন।