এই দুনিয়া
বড় স্বার্থপর
স্বার্থের লাগি
বানাইছি ঘর
বানাই মন্দির
বানাই কাবা
হাওয়া হয় মা
আদম বাবা।


এই দুনিয়া
বড় স্বার্থপর
স্বার্থের লাগি
ঘোরে  দু্ই চাকা
ঘোরে বিশ্ব চরাচর
আন্ধার ঘরে
বাততি নাইরে
হিসাব করি
সব ফাঁকা।


এই দুনিয়া
বড় স্বার্থপর
কোন সে স্বার্থে
আল্লা তুমি
বানাইলা এই
মানবরে
স্বর্গে যাবে ভন্ড সাধু
মর্তে রবে
দানবরে।


এই দুনিয়া
বড় স্বার্থপর
স্বার্থের লাগি
তুমি আমি
সাজি কারিগর
দালান বানাই
বিরিজ বানাই
বানাই না কেন
মন পাবন।


ও দয়াল
আল্লা খোদা
মানব কেন বানাইলা
স্বর্গেতো খুব সুখেই ছিলাম
দুনিয়ায় কেন আনাইলা।