আজন্ম অতৃপ্ত তৃষ্ণা নিয়ে
রাত্রির কাছে দু'হাত পেতেছিলাম
সহসা একখণ্ড আলো এসে
দুহাত ভরে দিল আমার
এর চেয়েও ঢের যদি কিছু চাও
তবে তোমায় দিতে পারি নিস্তব্ধতা
দিতে পারি আঁধারের মতো কিছুটা নিসংগতা
নদীর কাছে চেয়েছিলাম একটুকরো ঢেউ
আমার দুমুঠো ভরে দিল নদী নিবিড় শূন্যতায়
এর চেয়েও ঢের যদি কিছু চাও
তবে তোমায় দিতে পারি
আদিগন্ত নিরুদ্দেশ কল্পনা
তুমি ভেলা হতে পারো কিঞ্চিৎ
তোমার বুকের ভেতর জমে থাকা
লাভাকুন্ড শীতল হোকনা ক্ষনিক।
কবির কাছে চেয়েছিলাম হিম হিম কিছু বাণী
সে আমাকে দিল অবিচ্ছিন্ন অথচ এলোমেলো
কিছুটা অভাবিত শব্দমালার স্কেচ
তাকে শিল্প মনে হলো কবিতা নয়।
রাত্রির কাছে এ আমার প্রার্থনা
আজীবন এক অমর সত্তা করে
তোমার বুকে ঠাই করে নাও
আসুকনা কিছুটা নিসংগতা
আসুকনা কিছুটা শূন্যতা
হয়তো শিল্প, নয়তো কবিতা।