নদীর কাছে শুধাই আমি
কোথায় যাও গো তুমি,
ঐযে পাহাড় তাহার পাশেই
আমার জন্মভূমি।
পাখির কাছে শুধাই আমি
কোথায় তোমার বাড়ি
বাড়ি আমার সাত সমুদ্দুর
তাইতো দিচ্ছি পাড়ি।
ফুলের কাছে শুধাই আমি
কোথায় পেলে ঘ্রাণ
মৌমাছিদের পরশ পেয়ে
খুজে পেলুম প্রাণ।
ও মাঝি ভাই, ও মাঝি ভাই
কেমনে বাও তুমি নাও
নদীর সাথে ভাব জমেছে
তাই মেলে দেয় গাও।
সজনে ডাটার দেহখানা
কেন এমন সরু
মাঝ দুপুরে গা মেলেছে
বটের ছায়াতরু।
আজকে কেমন বাদল
ধারা বইছে ঝড়ো হাওয়ায়
মন টা কেমন উঠছে নেচে
বৃষ্টির গান গাওয়ায়।
সুধাই আমি বাশির কাছে
কেমনে ছড়াও সুর
পাগল এ মন যায় যে ছুটে
কোন সে অচিনপুর।
একদিন আমি থাকবো নাতো
তোমরাতো ঠিকই রবে,
নিজের মাঝেই নিজেকে আমি
হারিয়েছি সেই কবে।
এ ধরণীকে শুধাই আমি
যাবে কি আমায় ভুলে
অকুল আমি পথহারা
নাওগো আমায় কুলে।
রচনাকালঃ ২৭/০১/২০১৯। রাত ঃ১২ঃ২০।