শ্বেত পাথরের চিঠি
স্বপঞ্জয় চৌধুরী
জানি এ পৃথিবীতে নশ্বর প্রাণ
তাই কোনদিন কোনখানে
লেখা রবেনা আমার অবদান
লেখা রবেনা গোপন প্রশ্বাসের স্মৃতি
তোমার অধরে আঁকা আমার আলপনা
রাত্রিশেষের সমূহ বিলাপ
কাছাকাছি তবু যেন দূরে এমন অনুভব
চির একার মতো নির্লিপ্ত প্রশান্তি
রবে কী এখনো পুশে বুকের গহীনে।
দেখো কী এখনো উত্তরী হাওয়ায়
উড়ে যাওয়া ঝরা পালক
দেখ কী মেঘের ফোকর থেকে
নাকফুলের মত জ্বলে থাকা তারকা
বুনোহাসেদের ঘরে ফেরা হলে জেনো
নেমে আসবে গোধূলির আমৃত্যু বিনাশ
কত কথা রয়ে গেল ঝড়ের ঝংকারে
তোমাকে হয়নি বলা
কেমন দেখতাম তোমায়
কীভাবে রাখতাম পুশে
চুপচাপ অদেখা নির্মোহ ওমে
যদি সময় হয় পড়ে নিও
এই শ্বেত পাথরের চিঠি।