বারবিকিউ পোড়ার সময়
বুকের ভেতর কেমন যেন এক
ক্ষুধাতুর আনন্দ অনুভূত হয়।
যখন স্বপ্নগুলো পোড়ে
হাহাকারে কান্নাজড়িত আজানের শব্দে
তখন এ নগরীতে শূন্যতারা হেঁটে যায়।
হৃদয় পোড়ার গন্ধ ভাসছে বাতাসে
বুকের ভেতরে বুক
আর পাজড়ের ভেতর পাজড় ভাংগার শব্দ শোন অই
স্বপ্নের ভেতরে দু:স্বপ্নেরা এই কালরাত্রিতে
জায়নামাজের মত মখমল মৃতু্্যকে আনে ডেকে।
চারিদিকে কেবল ছাই আর ভস্ম
তোমার চোখে কোনায় জল আর বুকের ভেতর
খোদাই করা চির হাহাকার।
এখানে এখনো আবাদ হয় চকচকে
স্বর্ণখোচিত ক্যামিকেল আর অনাগত ভস্মতার ছবি।